ভোলা: ভোলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুরু হয়েছে শ্মশান দীপালি উৎসব। এ উৎসবে হাজারো দর্শনার্থীদের ঢল নেমেছে।
দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষরা অংশ নিয়েছেন দীপাবলি উৎসবে। উৎসবে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে শ্মশান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলা পৌর শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা বাংলানিউজকে জানান, ভোলা পৌর শ্মশানে ৭ হাজার সমাধি রয়েছে। এ বছর ১৪৬তম দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্মশান দীপাবলি উৎসব, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং কালি পূজার অনুষ্ঠানিকতা। করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি