ঢাকা: জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডারকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (৩ নভেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।
তিনি জানান, নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ডাকাতদলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বেলা সোয়া ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০০৪৩ নভেম্বর ০৪, ২০২১
পিএম/এসআই