গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সরকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (৩ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আব্দুল হামিদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
আরএস/জেডএ