ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী নাজমুল হত্যায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
ব্যবসায়ী নাজমুল হত্যায় গ্রেফতার ৪ ব্যবসায়ী নাজমুল হত্যায় গ্রেফতার ৪

ঢাকা: চাঞ্চল্যকর ও আলোচিত মৌলভীবাজারের চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি বাবর মিয়াসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
পিএম/জেডএ

...সেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।