ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডের সংবাদ সঠিক নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডের সংবাদ সঠিক নয়

ঢাকা: আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, এ কথাটি কিন্তু সঠিক না। তাদের আপিল শুনানি হয়েছে, জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পরে তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার সেটাও দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নাকচ করার পরে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এই খবরটা বোধ হয় সঠিক না।

একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে আপিল বিভাগে নিয়মিত আপিল করেছিলেন দণ্ডিত ওই দুই ব্যক্তি।

আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে এবং হাইকোর্ট ডিভিশনে তাদের মৃত্যুদণ্ডাদেশ কনফার্ম করা হয়েছিল। জেল আপিলের শুনানি শেষে বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় বহাল রাখা হয়। তারপরে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। সেই আবেদন নাকচ করার পরে ফাঁসি কার্যকর করা হয়।

জেল আপিল শুনানির সময় কোনো আইনজীবী থাকে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আপিলকারীদের আবেদন বিচারপতিদেরর সামনে উপস্থাপন করা হয়। বিচারপতিরা শুনানি করে নিষ্পত্তি করেন।

তিনি বলেন, মামলার প্রক্রিয়ায় কোনো ভুল হয়নি। যে বিভ্রান্তি ঘটেছে সেটি হয়তো কোনো এক সময় একটা আপিল কেউ দাখিল করেছিলেন। আমি আমার ওকালতি জীবনে যেটা দেখেছি, সেটা হচ্ছে এই রকম আপিল দাখিল করা হলে জেল আপলিও যদি থাকে তাহলে দুটো একসাথে নিষ্পত্তি হয়ে যায়। আমি জানি না তাদের আপিল কবে দাখিল করা হয়েছিল এবং জেল আপিলটা একসাথে কেন করা হলো না।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১//আপডেট: ১৬২৯ ঘণ্টা
এমআইএইচ/এজে//এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।