ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৩১ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
৩১ কেজি গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক ২

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ৩১ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- ভাঙ্গা উপজেলার দোয়াইড় গ্রামের বাবু মাতুব্বরের ছেলে আসিফ মাতুব্বর (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগমোহনপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪০)।  

কমান্ডার মেজর আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালের দিকে ভাঙ্গার করবা গ্রাম থেকে আসিফ ও আলমগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩১ কেজি গাঁজা। জব্দকৃত মাদকসহ আটক দু’জনের নামে ভাঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।