রাশিয়ার একটি জাহাজ ডেনিশ কর্তৃপক্ষ জব্দ করেছে। একইসঙ্গে জাহাজের নথিপত্রও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) কোপেনহেগেনে রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানায় মস্কো টাইমস।
স্ক্যাজেন বন্দরে জ্বালানি নেওয়ার সময় রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের ওই জাহাজটিকে গত ০১ নভেম্বর আটক করে ডেনমার্ক।
রুশ সরকারি সংবাদসংস্থা আরআইএ বলছে, ‘সামুদ্রিক ওই গবেষণা জাহাজে ৬১ জন আরোহী ছিলেন। ’
রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, একাডেমিক আইওফ নামে ওই জাহাজের অতীত কর্মকাণ্ডের ব্যাপারে তৃতীয় পক্ষের এক দাবির পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে জাহাজটি আটক করেছে ডেনিশ কর্তৃপক্ষ।
আটকের সময় রুশ পতাকা বহন করছিল রাশিয়ান ফেডারেশনের মালিকানাধীন জাহাজটি। শিরশোভ ইনস্টিটিউট অব ওশানোলোজি বৈজ্ঞানিক উদ্দেশে জাহাজটি ব্যবহার করেছিল বলে বিবৃতিতে জানায় রুশ দূতাবাস। তবে তাৎক্ষণিকভাবে ডেনমার্কের নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসআরএস