ঢাকা: জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার আসামি ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ মারা গেছেন।
শুক্রবার (০৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল সূত্রে জানা যায়, নিয়াজ মোর্শেদের হাজতি নম্বর-৪০৬৫৭/২১। অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় নিয়াজ মোর্শেদ হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তবে তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০২০ সালের ৯ নভেম্বর সকালে আদাবরের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম মারা যান। ঘটনার পর পুলিশ জানায়, হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে আনিসুল মারা যান। তার মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়, এটি হত্যাকাণ্ড। এরপর এ ঘটনায় হত্যা মামলা হলে নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এজেডএস/এনটি