হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় পানিতে ডুবে অন্য রাণী দাশ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত অন্য রাণী দাশ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সুকেশ দাশের মেয়ে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, শিশুটিকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তার ভাসমান দেহ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মেয়েটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য শ্রীকান্ত দাশ বলেন, ২১ দিন আগে অন্যের ছোট ভাইয়ের জন্ম হয়। শুক্রবার তার ব্রত অর্থাৎ মায়ের আতুর ঘর শেষে শিশুটিকে পারিবারিকভাবে বরণ করা হচ্ছিল। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন এসেছিলেন। সকলের কর্মব্যস্ততার ফাঁকে মেয়েটি পুকুরের পানিতে পড়ে যায়।
এ ঘটনার পর পরিবারটিতে শোকের ছায়া নেমেছে। কান্না করে বার বার মূর্ছা যাচ্ছিলেন মেয়েটির মা।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনটি