ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশের তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হচ্ছে।
শনিবার (৬ নভেম্বর) থেকে এ ক্যাম্পেইন শুরু করা হবে।
এর আগে, শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানান।
তিনি বলেন, শনিবার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বরের মধ্যে যে কোনো একদিন করে পর্যায়ক্রমে সারাদেশের ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে।
টিকা দেওয়ার আগে প্রচার প্রচারণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সী নিবন্ধনকৃত সবাইকে টিকা দেওয়া হবে। টিকাদানের ক্ষেত্রে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
আরকেআর/জেডএ