খুলনা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকেরা। শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন খুলনার দূরপাল্লার যাত্রীরা।
শনিবারও (০৬ নভেম্বর) খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকে আন্তঃজেলায় কিছু বাস (লোকাল) লুকোচুরি করে চলছে।
এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরের বিভিন্ন গন্তব্য যাতায়াতকারীরা। তবে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা।
এদিকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় তিন চাকা ও দুইচাকার যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে মহাসড়কে। যাত্রীদের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। পরিবহন বন্ধ থাকায় বিকল্প হিসেবে ট্রেন পথকে বেছে নিচ্ছেন অনেকে। বিশেষ করে অসুস্থ রোগী ও তাদের স্বজনরা ট্রেনের একটি টিকিটের জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
শনিবার সকালে সরেজমিনে সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে আন্তঃজেলা রুটে বিশেষ করে খুলনা-পাইকগাছা, খুলনা দাকোপ, খুলনা-কয়রা, খুলনা-ডুমুরিয়া রুটে বাস ছেড়ে গেছে।
সাতরাস্তা মোড়ের দিদার পরিবহনের কাউন্টারের বুকিং সহকারী ইলিয়াস হোসেন বলেন, ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যাচ্ছে না। তবে আন্তঃজেলায় কিছু রুটে বাস চলাচল করছে।
খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা বাংলানিউজকে বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এমআরএম