কক্সবাজার: কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও কুদরত উল্লাহ সিকদারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
তারা জানান, কুদরত উল্লাহ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণসম্পাদক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার হুমকি দিয়েছে।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী বাংলানিউজকে বলেন, আসন্ন নির্বাচন ও শত্রুতার জেরে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী লিয়াকত আলী ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মোটরসাইকেল নিয়ে এসে জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে গুলি করে পালিয়ে যায়। ছড়রা গুলিতে কুদরত উল্লাহ সিকদারের শরীর ক্ষতবিক্ষত হয়। হাতের একটি আঙুলও ক্ষতিগ্রস্ত হয়। তার অবস্থা আশঙ্কাজনক। একইভাবে জহিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে, তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লিংকরোডে ব্যক্তিগত কার্যালয়ে বসে কুদরত উল্লাহ তার ভাই জহিরুল ইসলামসহ নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে দুই ভাইকে গুলি করে পালিয়ে যায়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুজনের মধ্যে কুদরত উল্লাহ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মুখোশ পরা ছিল। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
** কক্সবাজারে আ.লীগের ২ নেতা গুলিবিদ্ধ
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এসবি/আরএ