পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে মাসুদ ব্যাপারী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ নভেম্বর) সকালে বড় বিঘাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গনি সিকদারের বাড়ির কাছের রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত ওই যুবক ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
আরএ