ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৮ মামলার আসামি কনক অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
৮ মামলার আসামি কনক অস্ত্রসহ আটক কনক

মেহেরপুর: বিভিন্ন অভিযোগে ৮টি মামালার আসামি, এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান কনককে (৩০) আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী র‌্যাব ক্যাম্পের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

কনক গাংনী উপজেলার বামন্দী শহরের পশ্চিমপাড়া এলাকার মৃত গোলাম কাউছারের ছেলে।

গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আমান বান্না বাংলানিউজকে জানান, জোড়পুকুরিয়া বাজার থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে কনক পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। তার নামে গাংনী থানায় অস্ত্র ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর রাতেই তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। কনকের নামে অস্ত্র আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।