ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক নবাব আলী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ফেনসিডিলসহ নবাব আলী (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শনিবার (৬ নভেম্বর) র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (৫ নভেম্বর) বিকালের দিকে চিটাগাং রোডের পূর্বপাশের ওভারব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।

নবাব রাজশাহীর গোদাগাড়ি থানার কাকনহাট গ্রামের শাহীন আলমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পালানোর কারণ জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক আসামি মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লাসহ আশপাশের এলাকায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।