গাজীপুর: ‘বঙ্গবন্ধু দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পর্যায়ে ৮টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৪ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে।
গাজীপুরের সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৬ নভেম্বর) সকালে ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, হাসমত আরা, সরোয়ার জাহান, মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় জেলা সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যদের উপস্থিত ছিলেন।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, গাজীপুরে ২ হাজার ৬শ সমবায় সমিতি রয়েছে। তাদের মধ্য থেকে এ বছর জেলা পর্যায়ে ৮টি সমবায় সমিতিকে ও ৪ জন সমবায়ীকে শ্রেষ্ঠ হওয়ার সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
আরএস/এএটি