নাটোর: নাটোরের গুরুদাসপুরে মাথার খুলিবিহীন এক নবজাতকের জন্ম হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে উপজেলার নাজিরপুর বাজারে আনোয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই শিশুর জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃ-কাশো গ্রামের কৃষক এমদাদুল হকের স্ত্রী নাসরিন বেগম তার দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ওই ক্লিনিকে আসেন। শুক্রবার দিনগত রাত আনুমানিক ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.মো.আমিনুল ইসলাম সোহেল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুর ভূমিষ্ঠ করান। শিশুটি জন্মগ্রহণের পরেই দেখা যায়, মাথার খুলি নেই। তবে শিশুটির মা সুস্থেআছেন। এছাড়া নবজাতকটি সুস্থভাবে এখনও বেঁচে আছেন।
ডা.মো.আমিনুল ইসলাম সোহেল বাংলানিউজকে জানান, মাথার খুলি ও মস্তিষ্কবিহীন যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেটি একটি রোগ। এটি মূলত জীন ও হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে। তবে এ শিশুগুলো বেঁচে থাকে না। তারপরও অনেক চেষ্টা করা হয় শিশুকে বাঁচিয়ে রাখার জন্য। তবে উন্নত চিকিৎসা করালে বাঁচানোর সম্ভাবনা রয়েছে। এরজন্য অনেক অর্থের প্রয়োজন।
এদিকে শিশুটির বাবা এমদাদুল হক বাংলানিউজকে জানান, তিনি পেশায় একজন কৃষক। তার স্ত্রীর আগে একটি পুত্র সন্তান হয়েছে। দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি করিয়েছি। দ্বিতীয় ছেলে মাথার খুলি নেই। উন্নত চিকিৎসা করলে হয়তো আমার সন্তানকে বাঁচানো যাবে। কিন্তু চিকিৎসা করার মত আর্থিক আমার সামর্থ্য নেই।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনএইচআর