শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আশপাশের আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে ঘড়িষার বাজারের কাঠপট্টি এলাকায় আগুন ধরে। আগুন দেখে পাহারাদার চিৎকার দেয়। পরে মসজিদের মাইক থেকে ঘোষণা দিলে দোকানদার ও স্থানীয়রা ছুটে আসেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বাজারের নৈশপ্রহরী বাংলানিউজকে বলেন, রাতে আমরা কয়েকজন বাজারের বিভিন্ন জায়গায় পাহারা দেই। রাত ৩টার দিকে হঠাৎ পোড়া গন্ধ আসে। আমরা চারদিকে খোঁজ করতে থাকি। পরে দেখি ছাত্তার ও খালেকের দোকানে আগুন জ্বলছে। আমরা দৌড়ে মসজিদের মাইকে ঘোষণা দেই। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি।
দোকানদার আবুল হোসেন বাংলানিউজকে বলেন, ধার-দেনা করে আমি এ দোকানটি দাঁড় করাইছি। আমার দোকানে চারটা মেশিন আছিল। আমি আসার পর চারটা কাঠ বের করতে পেরেছি। ৩৫ লাখ টাকার মতো মালামাল ছিল। সব শেষ হয়ে গেছে। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ফাইটার হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, রাতে ঘড়িষার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই। সেখানে ২০টির মতো দোকান আগুনে পুড়ে গেছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টি দোকান।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জেডএ