ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
নগরকান্দায় ২ মাদক বিক্রেতা আটক ...

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তিন হাজার ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-৮।

আটক দুইজন হলেন, পিরোজপুর জেলার উত্তর নামাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. মরুফ হোসেন (২৪) ও একই জেলার হরিণা গাজীপুর গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে মো. ফিরোজ ফকির (৩৫)।

এ সময় তাদের কাছে থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কজে ব্যবহৃত চারটি সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার জয় বাংলা মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ৬ নভেম্বর ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।