ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে সেকেন্ড গোলড়া এলাকায় চলন্ত বাসে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ছাত্রী।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাটুরিয়া থানায় ধর্ষণের চেষ্টায় একটি মামলা হয়।

আটক বাস চালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।  

ওই কলেজছাত্রী বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন মানিকগঞ্জের উদ্দেশে। গাড়িটি কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে এর চালক বাঁধা দেন। এভাবে গাড়িটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করেন।  

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ভিকটিম নিজেই সাটুরিয়া থানায় মামলা করেছেন। ওই বাস চালককে আটক করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।