ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়া না বাড়লে বন্ধ থাকবে লঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
ভাড়া না বাড়লে বন্ধ থাকবে লঞ্চ ছবি: বাংলানিউজ

বরিশাল: পরিবহন ধর্মঘটের মধ্যে এবার লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন।

তিনি বলেন, লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত না আসায় লঞ্চ চালাতে মালিকরা অপারগতা প্রকাশ করেছেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শনিবার দুপুর পর্যন্ত লঞ্চ ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। তাই তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ঢাকা বরিশাল রুটের কীর্তণখোলা ২ লঞ্চের স্টাফ শাহাবুদ্দিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ভাড়া বৃদ্ধি না করলে ধর্মঘট চলবে।

সুন্দরবন ১১ লঞ্চের সুকানী বেলাল হোসেন বলেন, শুনেছি লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকের সঙ্গে কথা বলে যাত্রী লঞ্চে ওঠানো হবে কি না সেই সিদ্ধান্ত আমরা নেবো। কেননা ঢাকা বরিশাল রুটের লঞ্চতো রাতের বেলা চলাচল করে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আমি কিছুক্ষণ আগেই শুনেছি লঞ্চ চলাচল বন্ধ হওয়ার বিষয়টি। লোকাল রুট শুধু নয়, সব রুটের লঞ্চই বন্ধ ঘোষণা করেছে মালিকরা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর  ০৬, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।