ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ সুপারের ঘোষণা

অনটেস্ট বাইক চলতে পারবে না মেহেরপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
অনটেস্ট বাইক চলতে পারবে না মেহেরপুরে

মেহেরপুর: সামনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্স বিহীন বা অনটেস্ট মোটরসাইকেল আটক অভিযানে নেমেছেন মেহেরপুর পুলিশ বিভাগ। প্রথম দিনে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৮টি মোটরসাইকেল জব্দ ও তিনটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

পুলিশ সুপার (এসপি) রাফিউল আলমের নেতৃত্বে সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি বজলুর রহমান, মুজিবনগর থানার ওসি অঅব্দুল হাসেম, টাউন ফাঁড়ি পুলিশসহ পুলিশের একাধিক টীম অভিযানে অংশ নেয়।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযাসে সদর থানা পুলিশ ১৯টি, গাংনী থানা পুলিশ ২৫টি ও মুজিবনগর থানা পুলিশ ১৪টি অনটেষ্টা মোটরসাইকেল জব্দ করে। এ সময় মোটরযান আইনে সদর থানা পুলিশ ২টি ও মুজিবনগর থানা পুলিশ একটি মামলা দায়ের করে।
পুলিশ সুপার রাফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত মেহেরপুর জেলায় একটিও অনটেস্ট গাড়ি চলতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।