পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (০৬ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ফলক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বিসর্জন দিয়েছেন। তারা না হলে দেশ স্বাধীন হতো না। তাই তারা আমাদের কাছে সম্মানের। বাংলাদেশে যখনই আওয়ামী লীগ শাসন ক্ষমতায় থাকে, তখনই মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান, অধিকার ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। ’৭৫ এর ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী চক্র নির্মমভাবে স্বপরিবারে তাকে হত্যা করে। তাই শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে দিন-রাত পরিশ্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে চলেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এদিন সকালে নবনির্বাচিত ১০ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শ ম রেজাউল করিম। যোগ দেন জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে। নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. কামরুল ইসলাম প্রমুখ।
পরে সন্ধ্যায় কুড়িয়ানা বাজারে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন শ ম রেজাউল করিম।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনএসআর