ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ চেষ্টাকারী স্বামীকে ছাড়াতে থানায় দুই স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
ধর্ষণ চেষ্টাকারী স্বামীকে ছাড়াতে থানায় দুই স্ত্রী

মানিকগঞ্জ: মানিকগঞ্জে কলেজছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টায় আটক বাস চালক খোকন মিয়াকে (২৮) ছাড়াতে থানায় দুই স্ত্রী হাজির হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) রাতে স্বামীকে ছাড়াতে সাটুরিয়া থানায় তারা হাজির হন।

জানা যায়, ২০১৪ সালে খোকন মিয়ার প্রথম বিয়ে হয়। খোকন মিয়ার প্রথম স্ত্রীর পৈত্রিক নিবাস গাজিপুরের কালিয়াকৈর এলাকার দেওয়াইর বাজার এলাকায়। তবে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আবার বিয়ে করেন খোকন। দ্বিতীয় স্ত্রীর বাড়ি খোকনের নিজ এলাকায়।

খোকন মিয়ার প্রথম স্ত্রী বাংলানিউজকে বলেন, বিকেলে বাসের মালিক কল দিয়ে জানায় খোকনকে পুলিশ ধরে নিয়ে গেছে। খবর পেয়ে স্বামীকে ছাড়াতে থানায় এসেছি। কিন্তু পুলিশ তাকে না ছেড়ে আদালতে যোগাযোগ করতে বলে।

দ্বিতীয় স্ত্রী বলেন, আমরা প্রেম করে বিয়ে করেছি। বিয়ের আগে জানতাম না খোকনের আগে বিয়ে হয়েছে। বিকেলে শুনি খোকনকে থানায় নিয়ে এসেছে। পুলিশ যদি তাকে না ছাড়ে তাহলে ছোট মেয়েকে নিয়ে আমি এখন কি করে চলবো।

এদিকে মামলার বাদী কলেজছাত্রী বাংলানিউজকে বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে  একটি বাসে উঠেন তিনি। গাড়িটি কিছুদূর যাওয়ার পর প্রায় সব যাত্রী নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে বাসের হেলপার বাঁধা দেন। বাসটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে চালক বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নিজেই সাটুরিয়া থানায় ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে এবং ওই বাস চালককে আটক করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।