রাজশাহী: রাজশাহী মহানগরীর রাণীনগর সিটি হাসপাতাল রোডে ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম পিরু (৩২) নামে এক ব্যক্তি প্রতিবেশীর হাতে খুন হয়েছেন।
শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন পুলিশ।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বাংলানিউজকে জানান, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে নিহতের শত্রুতা ছিল। আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে পিয়ারুল একা সিটি হাসপাতাল সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই পিয়ারুলের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ঘটনাস্থলেও আছে। হামলাকারীরা সবাই ছিনতাইকারী বলে জানিয়েছেন ওসি।
নিহতের মরদেহ কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এসএস/এএটি