ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা থেকে বিজয় ইসলাম রোহান (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ঝর্ণা ভিলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায়েউদ্ধার কের তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানায়, টাঙ্গাইল সদর উপজেলার মৃত ইউসুফের ছেলে রোহান। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। রামপুরা আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। মা শাহনাজকে নিয়ে রামপুরার ওই বাসায় থাকতো। চলতি বছরের জুনে স্ট্রোক করে মারা গেছেন বাবা।
রোহানের বড় ভাই হৃদয় ইসলাম জানান, সন্ধ্যার পরে তিনি বাসার বাইরে ছিলেন। তাদের মাও নিজের ওষুধ কিনতে যায়। কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখেন ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রোহান। খবর পেয়ে বাসায় এসে রোহানকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।
কী কারণে সে গলায় ফাঁস দিতে পারে জানতে চাইলে তিনি বলেন, আজ সারাদিন বাসায়ই ছিল রোহান। কী কারণে এমনটি করেছে বলতে পারছি না। তবে মানসিক হতাশা থেকে এটি করতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। থানায় বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এজেডএস/এমএমজেড