ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মা-মেয়ের নিথর দেহ বিছানায়, ঝুলন্ত বাবার মরদেহ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
মা-মেয়ের নিথর দেহ বিছানায়, ঝুলন্ত বাবার মরদেহ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রীসহ মেয়ের (শিশু) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক রূপায়ন গেট এলাকার একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ছবুর মিয়া, স্ত্রী রেজিনা ও মেয়ে সুমাইয়া (৯)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের নয় বছরের মেয়ে। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কোনো দ্বন্দ্বের জের ধরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করেছেন। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।