ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যানবাহনের চাপ বেড়েছে সাভারের সড়কে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
যানবাহনের চাপ বেড়েছে সাভারের সড়কে

সাভার (ঢাকা): জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ভাড়া বৃদ্ধি জন্য সারাদেশে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। তবে ধর্মঘটের প্রথম ও দ্বিতীয় দিন সাভারের সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও আজ তৃতীয় দিনে একদম উল্টো চিত্র।

সহসাই চলতে দেখা যাচ্ছে গণপরিবহনসহ ছোটো খাটো যাত্রীবাহী পরিবহনগুলো।

রোববার (০৭ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের বাইপাইল, জামগড়া ও নরশিংহপুর এলাকা ঘুরে দেখা যায়, অনেকটা স্বাভাবিক দিনের মতোই চলছে শ্রমিকরা বাস, লেগুনা, অটোরিকশা, ভ্যান। তবে ধর্মঘটের প্রথম দিন বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এখনো রয়েছে। সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা খাইরুল মামুন মিন্টু সকালে সাভার থেকে কালিয়াকৈরে গেছেন বাসে করেই। কিন্তু ভাড়া আগের থেকে বেশি। তিনি বলেন, আজ সাভারে গণপরিবহনের অনেক চাপ ছিল। আর অনেক কারখানা নিজস্ব পরিবহনে শ্রমিকদের আনা নেওয়া করে। এজন্যও সড়কে যানবাহন বেশি। তবে সাভারে অলরেডি পরিবহন ভাড়া বেড়ে গেছে। স্বঘোষিতভাবেই বেশি ভাড়া আদায় করছে বাসগুলো। সাভার পরিবহনে বাইপাইল থেকে জিরানির ভাড়া আমার কাছে ৫ টাকা বেশি রাখছে। জিজ্ঞেস করলে, বাসের স্টাফরা বলছে কিছু করার নাই ভাড়া বেশি দিতেই হবে।

সড়কের পরিস্থিতি সম্পর্কে বাইপাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাজল বাংলানিউজকে বলেন, ধর্মঘটের প্রথম দিন সড়কে বাসের সংখ্যা অনেক কম ছিলো। তবে গত দুই দিনে সড়কে চলাচলরত যানবাহনের সংখ্যা বেড়েছে। আজ সেই সংখ্যা আরও বেশি। তবে শ্রমিকদের চলাচলের জন্য আমরা এই কয়দিন কোনো ব্যাটারিচালিত যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যাতে শ্রমিকরা গার্মেন্টেস যাতায়াত করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।