ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিগগিরই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
শিগগিরই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন

ঝিনাইদহ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন। কেবিনেট সেক্রেটারিকে প্রধান করেছেন, যিনি প্রধান নির্বাচন কমিশনার।

কমিটি আমাদের কাছে ভোটার তালিকা চেয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয় তালিকা দিলেই নির্বাচন হবে।

শাজাহান খান বলেন, মুক্তিযোদ্ধাদের কাছে এটি সুসংবাদ যে খুব শিগগিরই তারা তাদের নিজস্ব সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধাদের নির্বাচন আমরা আশাকরছি খুব শিগগিরই হয়ে যাবে। আমাদের এই ভোটার তালিকা করার জন্য যে গেজেটটা করা দরকার সেটা সম্পন্ন হয়নি। অধিকাংশ হয়ে গেছে। যেগুলো বাকি আছে সেগুলোকে আমরা তালিকাভুক্ত করে গেজেট করে একটি ভোটার তালিকা করে দিয়ে দেবো।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাজাহান খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ক্দ্রেী কমিটির সদস্য সচিব ওসমান আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, গোলাম রইচ. শৈলকুপা উপজেলা শাখার সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতার।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।