ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের বিষয় নিয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। সভায় লঞ্চ মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া ০.৪৯ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম সাদেক।
সভার শুরুতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, আমরা বহুবার ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। এ বিষয়টি নিয়ে আগামী ৮ নভেম্বর সভা হওয়ার কথা ছিল, এরমধ্যেই তেলের দাম বাড়ানো হয়েছে। করোনা মহামারির কারণে গত দুই বছর আমরা অনেক লোকসান দিয়েছি। প্রণোদনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইনি। এ অবস্থায় ভাড়া বাড়ানো না হলো আমাদের লঞ্চ চালানো সম্ভব হবে না।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসকে/আরবি