ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ফেনসিডিল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করেছ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

রোববার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৯২৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে করা যায়নি।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।