ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রবি মৌসুমে ফসলের অবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১২৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
কৃষি অফিস সূত্র জানায়, ২০২১-২২ অর্থ বছরে উপজেলা ও পৌর শহরে বিনামূল্যে ৭০০ জন কৃষককে সরিষা বীজ ও সার, ৪০০ জনকে গম বীজ ও সার, ১০০ জনকে ভুট্টা বীজ ও সার, ২০ জনকে সূর্যমুখী বীজ ও সার, ২০ জনকে চীনাবাদাম বীজ ও সার এবং ১০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
আরএ