ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু করে গণপরিবহনসহ সব পরিবহন মালিক সমিতির সংগঠনগুলো।
তবে জ্বালানি তেলের দাম না কমলেও নতুন ভাড়া বাড়ানোর কাঠামো চূড়ান্ত হওয়ার পরপরই গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান।
তিনি বলেন, বাস ধর্মঘট প্রত্যাহার করে গাড়ির মালিকদের সড়কে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি৷
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিআরটিএ’র সঙ্গে গণপরিবহন সমিতির সংগঠনগুলোর ভাড়া পুনঃনির্ধারণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এনায়েত উল্লাহ খান বলেন, আগামীকাল (সোমবার) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আমাদের নজরদারি থাকবে। আজ থেকেই গাড়ি চলাচল শুরু হবে। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানাচ্ছি। সব জেলা থেকে বাস চলাচল শুরু করার আহ্বানও জানান তিনি।
মালিকরা ভাড়া পুনঃনির্ধারণের দাবি করলেও ডিজেলের দাম কমানোর বিষয়টি নিয়ে এ বৈঠকে কেউ কোনো কথা বলেননি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহনের ধর্মঘট ছিল। কিন্তু যে বাসগুলো সিএনজিচালিত সেগুলো কেন মালিকরা বন্ধ রেখেছে? জানতে চাইলে এনায়েত উল্লাহ খান বলেন, সিএনজিচালিত বাসের সংখ্যা মাত্র ১/২ শতাংশ। অন্যান্য মালিকরা বন্ধ রাখার কারণে তারাও বন্ধ রেখেছেন। তবে এই বিষয়টি খতিয়ে দেখা হবে৷
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসজেএ/আরআইএস