ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
মেঘনায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ ফাইল ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (৭ নভেম্বর) উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিখোঁজরা হলেন- ওই ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নূর উদ্দিন (২৮)।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, শনিবার (৭ নভেম্বর) দিনগত রাতে ছয়জন মিলে নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরার জন্য যান। মাছ ধরার সময় মেঘনার মাতাব্বরহাট এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে চারজন তীরে উঠে আসতে সক্ষম হলেও নুরুজ্জামান ও তার ছেলে নূর উদ্দিন নিখোঁজ হন।  

জানা গেছে, ছেলে নূর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যান। কিন্তু সে সাঁতার জানতো না।  

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, নিখোঁজ বাবা-ছেলের সন্ধ্যানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।