ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ৪ মাদকদ্রব্যসহ আটক চারজন

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সদস্যরা।

রোববার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

আটকরা হলেন- জয়নাল উদ্দিন (২৬), আব্দুর রহিমের ছেলে রিয়াজুল করিম বাপ্পি (১৮), গুরব মিয়ার স্ত্রী মনোয়ারা (৩৫), আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মুন্না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যে পেয়ে বিকেলে পালংখালীর ৭ নম্বর ওয়ার্ড এলাকায়  গুরা মিয়া নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। এ সময় মাদকপাচার কাজে জড়িত থাকার অভিযোগে ওই চার জনকে আটক করা হয়। আটকদের নামে উখিয়া থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।