কক্সবাজার: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ী নেতারা।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় একজন শিল্পোদ্যোক্তাকে যদি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা তো আরও বেশি ঝুঁকিতে। এসব বিষয় দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব বিষয়ে সরকারের নজরদারি আরও বাড়াতে হবে।
আবু মোর্শেদ চৌধুরী বলেন, শুধু ব্যবসায়ী বা শিল্পপতি নয়, প্রত্যেক মানুষের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।
কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড গেস্ট হাউসের কর্ণধার আবুল কাশেম সিকদার বাংলানিউজকে বলেন, দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীর যদি জীবনের নিরাপত্তা না থাকে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হবেন।
তিনি আরও বলেন, দেশের বিনিয়োগকারীদের নিরাপত্তার নিশ্চয়তা থাকলেই এই দেশে বিনিয়োগ বাড়বে। এতে দেশেন উন্নয়ন ত্বরান্বিত হবে। অন্যথায় ব্যাহত হবে দেশের উন্নয়ন।
ব্যবসায়ীদের ওপর এরকম হত্যা প্রচেষ্টা কখনও সমর্থনযোগ্য নয় এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই ব্যবসায়ী নেতা।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার (৫ নভেম্বর) জুমার নামাজের সময় তাকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়। সেদিন হত্যার পরিকল্পনায় যুক্ত সাইফুল ইসলাম সাদ নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করা হয়েছে। রোববার (০৭ নভেম্বর) আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আরও পড়ুন:
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: তিনদিনের রিমান্ডে সাদ
শীর্ষ ব্যবসায়ীদের হত্যার পাঁয়তারা অর্থনীতি ধ্বংসের নীলনকশা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: সিলেটের ব্যবসায়ী নেতাদের নিন্দা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টায় রাজশাহীর ব্যবসায়ী নেতাদের উদ্বেগ
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসবি/এমজেএফ