ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিএডিসির নতুন চেয়ারম্যান, চুক্তিতে যুব উন্নয়নের ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বিএডিসির নতুন চেয়ারম্যান, চুক্তিতে যুব উন্নয়নের ডিজি

ঢাকা: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ।

রোববার (৭ নভেম্বরে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিএডিসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা অমিতাভ সরকারকে গত ২৮ অক্টোবর সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়।

চুক্তিভিত্তিক আরও দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) থাকছেন মো. আজহারুল ইসলাম খান।

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ধারা ৪৯ অনুযায়ী তাকে অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। ৬ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানুকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব আকবর হোসেনকে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।