ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ চালু হতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ চালু হতে পারে

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেড় বছর আগে সরকারি নির্দেশনায় কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করেছিল কারা কর্তৃপক্ষ। তবে চলতি বছরের মার্চ মাসে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ চালু করার পরপরই এপ্রিল মাসের শুরুর দিকে আবারও ভাইরাসটির ঊর্ধ্বগতির কারণে ফের বন্ধ করা হয়।

বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় কারা কর্তৃপক্ষ বন্দি ও স্বজনদের সাক্ষাৎ করার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। কারা কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই স্বজনদের সঙ্গে বন্দিদের সাক্ষাৎ চালু হতে পারে সীমিত আকারে।

রোববার (৭ নভেম্বর) এ বিষয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বলেন, দেশে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। শিগগিরই সীমিত আকারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ চালু করার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাতের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হলেই কারা অধিদপ্তর থেকে দেশের ৬৮টি কারাগারে বিশেষ বার্তার মাধ্যমে বিষয়টি অবগত করা হবে। তখন সারাদেশের কারাগারগুলোতে সীমিত আকারে স্বজনরা বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা-সাক্ষাৎ শুরু হয়। সেটা আবার এপ্রিল মাসে বন্ধ করা হয়। তবে করোনাভাইরাসের কারণে গত দেড় বছরের বেশি সময় ধরে স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ করা হলেও স্বজনরা মোবাইলে কথা বলতে পারেন সাধারণ বন্দিদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।