ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
রাজস্থলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ দাশ (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৮নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অরূপের মা পানি গরম করার জন্য ওয়াটার হিটার সুইজ দিয়ে রাখে। সেখানে অসাবধানতাবশত অরূপ  বিদ্যুতের সুইচে হাত দিলে তার শক লাগে। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় পরিবারের সদস্যরা চন্দ্রঘোনা খ্রিস্ট্রীয় মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অরূপের মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের আনেয়ারা উপজেলায় নিয়ে যাওয়া হবে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘন্টা, নভেম্বর ০৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।