বগুড়া: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া জিলা স্কুলের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সহ-সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, জেলা টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা পিলু সরদার, আবু তালেব, ব্যবসায়ী শাহরিয়ার সৈকত, সাহিদুল ইসলাম, এমরান রহমান মিঠু, মশিউর রহমান জুয়েল, তরুণ সমাজসেবক শিশির মোস্তাফিজ, যুব সংগঠক সাব্বির আহম্মেদ স্মরন, লিটন রহমান, রিজু হোসেন, সবুজ, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশার, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটের সিনিয়র এক্সকিউটিভ কারিম উল্লাহ প্রমুখ। কর্মসূচিতে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ থেকে সামাজিত সংগঠনের নেতা, ব্যবসায়ী ও সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, যা বগুড়ার মানুষ কোনোভাবেই সহ্য করবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হবে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা মূলত দেশের উন্নয়নে অবদান রাখা শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অংশ।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া ৭০ হাজার পরিবারের প্রায় ৫ লাখ মানুষের ভাগ্য এ শিল্প গ্রুপের ভাগ্যের সঙ্গে জড়িত। এ গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, মামলা, এমনকি হত্যাচেষ্টার ঘটনায় প্রতীয়মান হয় যে, দেশবিরোধী একটি চক্র বসুন্ধরা শিল্পগ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। লাখো মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পথ বন্ধ করতে চায়।
করোনাকালীন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন সহায়তা দেওয়ার বিষয়ে বক্তারা বলেন, বগুড়ায় করোনাকালীন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জেলার ১২টি উপজেলায় হাজার হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সেসঙ্গে বক্তারা সাংবাদিক প্রণোদনা, হকারসহ গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে ও সামাজিক-মানবিক খাতে বসুন্ধরা এমডির সহায়তার বিষয়টি তুলে ধরেন।
সমাবেশে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। একইসঙ্গে এ হামলার চক্রান্তকারী হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীসহ জড়িতরা যতই ক্ষমতাধর এবং যে দলেরই হোক না কেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেইউএ/আরবি