সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন্দ আদর্শগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রমজান আলী (৩৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
রমজান ওই উপজেলার বড়বন্দ আদর্শ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রমজান সকালে তার বাড়ির পাশের জমিতে সরিষা ক্ষেত পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয় রমজান। পরে তার চাচাতো ভাই ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজারার থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর খসরু বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ