নওগাঁ: সম্প্রতি দেশের বেশ কিছু স্থানে সাম্প্রদায়িক হামলা-ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২৭টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১২’শ জনকে।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশের চেয়ে সম্প্রতির দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। মাঝে মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা যারা ঘটানোর চেষ্টা করে তাদের সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। জড়িত কাউকেও ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নন মিয়াসহ বিভিন্ন জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ