ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচার ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচার ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় একমাত্র আসামি চাচা মজিবুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার (৮ নভেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন।

দণ্ডিত মজিবুর রহমান (৫৪) জেলার সদর উপজেলার কমলাকান্তপুর মুন্নাপাড়া গ্রামের মৃত ঝাটু মণ্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বাংনিউজকে জানান, ২০১৭ সালের ৫ ডিসেম্বর রাত ৯টার দিকে ভাতিজিকে সঙ্গে নিয়ে ছাগল খুঁজতে বাড়ির বাইরে গিয়ে শিবগঞ্জ উপজেলার রানীহাটী কলেজের কাছে একটি স্থানে যান মজিবুর। সেখানে তিনি ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ি ফিরে মেয়েটি তারা বাবাকে সব জানায়। এরপর মেয়টি বাবা ওই বছরের ১৫ ডিসেম্বর শিবগঞ্জ থানায় ভাইকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মজিবুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।