ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ডিমলায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ডিমলায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নীলফামারী: নীলফামারীর ডিমলায় গণধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৮ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

আমিন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ সোনাকুড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, ডিমলায় ১৩বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় পলাতক ছিল আমিন। মামলার পর পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারের পর আমিনকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।