চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ মোট ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলিহীম মাসুদ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের ভাই। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত করা হয়েছে আরও ২/৩ জনকে। এদের মধ্যে সুমন ওরফে রগকাটা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
হত্যার কারণ জানতে চাইলে ওসি মহসীন বলেন, আমরা পূর্ব শত্রুতার জেরকেই সামনে রেখে তদন্তকাজ চালাচ্ছি। আসামিদের গ্রেফতারের পর তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে নিহতের ভাই ও মামলার বাদী আলিহীম মাসুদ বলেন, মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তবে আমরা আইনের প্রতি আস্থাশীল।
আরও পড়ুন >>> বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেএআর