ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জাপানকে জানতে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান বাংলা সার্ভিস

হীরক খান, জাপান থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
জাপানকে জানতে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান বাংলা সার্ভিস

বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও সূর্যোদয়ের দেশ জাপানকে জানার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে সুদীর্ঘ ছয় দশক ধরে নিজের অবস্থান বজায় রেখে চলেছে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান বাংলা সার্ভিস, যেটি একসময় পরিচিত ছিল রেডিও জাপান নামেও।

এনএইচকে ওয়ার্ল্ড-জাপান হচ্ছে জাপানের সর্বজনীন সম্প্রচার প্রতিষ্ঠান এনএইচকের আন্তর্জাতিক পরিষেবা।

এনএইচকের পূর্ণ রূপ: ‘নিপ্পন হোসো কিয়োকাই’ বা জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন।

এনএইচকে ওয়ার্ল্ড-জাপানের বাংলা বিভাগের যাত্রা শুরু হয়েছিল ১৯৬১ সালের ৩ এপ্রিল। বাংলা অনুষ্ঠান বলতে তখন কেবল খবর ও সংবাদ বিশ্লেষণ প্রচারিত হতো। কয়েক বছর পর এর সাথে যুক্ত হয় শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়ার অনুষ্ঠান।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় নিরপেক্ষ খবর ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সমর্থন জুগিয়েছে রেডিও জাপান। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাপান সফর করেন তখন তাঁর সাক্ষাৎকার বাংলায় প্রচার করে সম্প্রচার প্রতিষ্ঠানটি।

শর্টওয়েভের পাশাপাশি ২০১০ সাল থেকে বাংলাদেশে শুরু হয় এফএম সম্প্রচার। এছাড়া অনুষ্ঠান শোনা যায় ওয়েবসাইট, অ্যাপ এবং চলতি বছরের জুলাই মাস থেকে চালু থাকা আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেওয়া লিংকের মাধ্যমেও। ওয়েবসাইটে অনুষ্ঠান লাইভ শোনার পাশাপাশি রয়েছে অন-ডিমান্ড সেবার মাধ্যমে এক বছর পর্যন্ত শোনার ব্যবস্থা। এছাড়া রয়েছে বাংলায় সাবটাইটেলযুক্ত ভিডিও অনুষ্ঠানও।

এনএইচকের খবরের মূল বৈশিষ্ট্য হলো এর বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। এতে থাকছে জাপান ও এশিয়াসহ সারা বিশ্বের সর্বশেষ সংবাদ। বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রোতাদের পাঠানো মতামত ও চিঠি নিয়ে ‘কথা ও সুর’, দৈনন্দিন জীবনের চলার উপযোগী জাপানি ভাষা শেখার অনুষ্ঠান ‘সহজে জাপানি ভাষা’। বন্যা ও ভূমিকম্পের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কীভাবে নিজেকে রক্ষা করা যায় তা নিয়ে রয়েছে ‘বোসাই’। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে জাপানের নানা অজানা দিক সম্পর্কে জানতে ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ‘জাপান ভ্রমণ’, সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে অনুষ্ঠান ‘জাপানের সর্বাধুনিক উদ্ভাবন’ এবং বিভিন্ন ক্ষেত্রে সফল প্রবাসী বাঙালিদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘প্রবাস জীবন’।

জাপানের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং জাপানি ভাষার প্রাথমিক ধারণা পেতে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান বাংলা সার্ভিস হচ্ছে একটি কার্যকর ও সহায়ক মাধ্যম। জাপানি ভাষা অনুশীলনের জন্য ওয়েবসাইট থেকে টেক্সট ও অডিও ফাইল ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে।

ওয়েবসাইট, ফেসবুক পেজ

লেখক: ভাষা বিশেষজ্ঞ, এনএইচকে ওয়ার্ল্ড-জাপান বাংলা সার্ভিস

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।