ঢাকা: রাজধানীর ডেমরায় বাসচাপায় আব্দুল মালেক (৫২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়। সোমবার (৮ নভেম্বর) দুপুরে সোয়া ১টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মালেকের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তার বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। এক ছেলে, দুই মেয়েসহ পরিবার নিয়ে ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন তিনি। তিনি মালেক ডেমরার হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
মৃত মালেকের স্ত্রী ফরিদা আক্তার জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে স্টাফ কোয়ার্টারের সামনে এলে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোন্দকার নাসির উদ্দিন জানান, দুই বাসের মাঝ খান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে গুরুতর আহত হন মালেক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে নিহতের পরিবার জানায়, মালেক তার মা জবেদা খাতুনের জন্য ওষুধ কিনে ভুলে দোকানে রেখে আসে। পরে আবার বাসার সামনে থেকে ওষুধ আনতে গিয়ে দুই বাসের চাপায় মারা যায়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এজেডএস/আরবি