গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে আগুন লেগে প্রায় ২০০ কক্ষ পুড়ে গেছে।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, ওই উপজেলার তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম জমি ভাড়া নিয়ে কলোনি ও দোকানঘর নির্মাণ করেছেন। সেখানে প্রায় ২০০টি কক্ষ ও ২০টি দোকান ঘর রয়েছে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাশের একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৩৯, নভেম্বর ৮, ২০২১।
আরএস/জেডএ