ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক-কাভার্ডভ্যানের চলমান ধর্মঘট স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ট্রাক-কাভার্ডভ্যানের চলমান ধর্মঘট স্থগিত

ঢাকা: ট্রাক-কাভার্ডভ্যানের চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামীতে বিজিএমইএ বিকেএমইএ ও এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

স্বরাস্ট্র মন্ত্রী জানান, ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে গণপরিবহন, পণ্য পরিবহন, নৌপরিবহন ক্ষতিগ্রস্ত হয়। গণপরিবহন নৌ-পরিবহনের সঙ্গে সমঝোতা হয়েছে। আজ আমরা পণ্য পরিবহনের অর্থাৎ ট্রাক-কাভার্ডভ্যান, লরি মালিকদের সঙ্গে বসেছিলাম। প্রথম দাবি ছিল জ্বালানির দাম কমাতে হবে, বৃদ্ধি করা যাবে না। আমরা মনে করেছি তাদের দাবি যৌক্তিক। এর প্রেক্ষিতে বিজিএমইএ বিকেএমইএ এফবিসিসিআই সহ যারা স্টেকহোল্ডার অর্থাৎ যারা সেবা নেয়। আমরা অনুরোধ করেছি তাদের সঙ্গে বসে ভাড়া নির্ধারণ করা হবে এ প্রেক্ষিতে এখন থেকেই ধর্মঘট স্থগিত করা হবে। এরপর দ্রুতই এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তাদের সঙ্গে বৈঠকে আলোচনা করে এ সিদ্ধান্তের পর চূড়ান্তভাবে ধর্মঘট প্রত্যাহার হবে।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্রাক-মালিক কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রোস্তম আলীর নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালিক-শ্রমিক নেতারা।

জ্বালানি তেলের মূল্য বাড়ার প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) থেকে ধর্মঘট পালন করে বাস ও লঞ্চ মালিকরা। এরপর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরাও ধর্মঘটের ডাক দেন। রোববার (৭ নভেম্বর) বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর পর বাস ধর্মঘট প্রত্যাহার হলেও ট্রাক ও কাভার্ডভ্যান ধর্মঘট চলমান ছিল। এই পরিস্থিতিতে ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময় ২২১৭ ঘন্টা, নভেম্বর ৮, ২০২১
এসকে /এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।