ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (৭ নভেম্বর) এক পরিপত্রের মাধ্যমে এই কমিটি গঠন করেছে।
এতে বলা হয়, গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুইং বিজনেজ রিফর্ম (এমসিএমআইডি)-এর নবম সভার সিদ্ধান্ত অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিআরটিএ এবং অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়ার সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিতে একটি কমিটি গঠন করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটিতে রয়েছেন- বিদ্যুৎ বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব।
কমিটিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিআরটিএ এবং অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া যায় কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করে সুনির্দিষ্ট মতামতসহ একটি প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে।
কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে এবং বিশেষজ্ঞ মতামত গ্রহণ করতে পারবে বলেও পরিপত্রে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমআইএইচ/আরআইএস